মাশরাফির দলকে হারিয়ে মিডিয়ার সামনে এসে এ কি বললেন আনামুল হক বিজয়!

পিবিএ, ঢাকা :ফতুল্লায় ডিপিএলের পঞ্চম রাউন্ডের খেলায় শক্তিশালী আবাহনীর বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার এবং অধিনায়ক এনামুল হক বিজয়। ১২৮ বলের বিজয়ের ইনিংসটিতে ছিল মাত্র পাঁচটি চার এবং দুটি ছয়। সিংহভাগ রানই প্রান্ত বদল করে তুলেছেন তিনি। বুঝতে শিখেছেন ক্রিকেট শুধু চার ছয়ের খেলা নয়।

জানিয়েছেন, পূর্বে বাউন্ডারি হাঁকিয়ে রান তোলার প্রবণতা বেশি ছিল তাঁর। কিন্তু এখন নিজেকে অনেক পরিণত করেছেন তিনি। প্রান্ত বদল করে রান আদায় করে নিতে এখন পটু এই ডানহাতি। মাশরাফির আবাহনীকে হারিয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের বিজয় বলেন,

‘টপ অর্ডার ব্যাটসম্যানদের ক্ষেত্রে বাউন্ডারি বেশি হয় এক দুইয়ের তুলনায়। আগে ছোট ছিলাম, জুনিয়র ছিলাম। ক্রিকেটকে চার ছয়ের খেলা হিসেবেই চিন্তা করতাম। এখন যখন আস্তে আস্তে অভিজ্ঞ হচ্ছি এখন বুঝতে শিখেছি ক্রিকেট শুধু চার ছয়ের খেলা নয়।

‘প্রান্ত বদল করে রান তুলে নেয়ার ব্যাপারে আমি নিজেকে উন্নতি করার চেষ্টা করেছি কোচদের সাথে আলোচনা করে। অনেক চেষ্টার ফলে এখন সফল আমি।’

তাঁর শতকে ৩০২ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। জবাবে ২৮৬ রানেই থেমে যায় আবাহনীর ইনিংস। ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক।

উল্লেখ্য, এবারের ডিপিএলে টানা তিন ম্যাচে তিনটি শতক হাঁকিয়ে দারুণ ফর্মে আছেন ২৬ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

পিবিএ/এমএস

আরও পড়ুন...