ঝিনাইদহে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নিত্যপণ্যের মুল্য নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্যাব সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, ক্যাব সদস্য এন এম শাহজালাল, সনাক সভাপতি সাইফুল মাবুদ, ক্যাব সদস্য হাফিজুর রহমান, হাবিবুর রহমান, শিক্ষক আব্দুস সালাম, ক্যাব’র সমন্বয়কারী শরিফা খাতুন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।

মতবিনিময় সভায় বক্তারা, মাঠ থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত সবজি পৌছাতে দাম বৃদ্ধির পেছনে নানা চক্র ও সিন্ডিকেটের কথা তুলে ধরেন। পাশাপাশি বাজার নিয়ন্ত্রনে তদারকি বৃদ্ধির পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে সাধারণ ভোক্তাদের মতামতকে প্রাধান্য দিয়ে সে বিষয়ে বাজার নিয়ন্ত্রনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন।

আরও পড়ুন...