যেকোনো সময় চলচ্চিত্র পরিচালনায় আসছেন আদনান রাজীব

তরুণ নির্মাতা আদনান আল রাজীব

পিবিএ ডেস্ক: তরুণ নির্মাতা আদনান আল রাজীব। মূলত, বিজ্ঞাপন নির্মাতা হিসেবেই পরিচিত তিনি। তবে তার পরিচালনায় বেশ কয়েকটি নাটকও দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার আদনান চলচ্চিত্র পরিচালনার নিয়েও চিন্তা-ভাবনা করছেন। চলচ্চিত্রের গল্প লিখছেন তিনি। ইতোমধ্যে ১২-১৩টি স্ক্রিপ্ট রেডি করেও ফেলেছেন। তাই যেকোনো সময় চলচ্চিত্র পরিচালনায় আসতে পারেন বলেও জানালেন তিনি।

তবে তাড়াহুড়ো করতে চান না আদনান। তার ভাষায়- এখন পর্যন্ত আমি যে গল্পটা দর্শকদের বলতে চাই সেটা পাগলের মতো আমাকে তাড়া করে না। একবার গল্প বাছাই করি, এরপর আবার বাদ দিই। । এখন চলচ্চিত্রের জন্য মার্কেটটাও রেডি। যেকোনো সময়ই শুরু করবো।

এত কিছুর পরও গুরু মোস্তফা সরওয়ার ফারুকির অবদান স্বীকার কলনে আদনান। ইংরেজি সাহিত্যের ছাত্র আদনান জানান, একটা সময় নিজের খরচ চালাতে না পেরেই ফারুকী ভাইয়ের কাছে কাজ শেখা শুরু করি। তখন বুঝতাম না সহকারী পরিচালকের কাজ কি? যখন বুঝতে শুরু করলাম তখন মজা লাগলো এবং ফারুকী ভাইয়ের সহকারী হিসেবে একের পর এক কাজ করতে থাকলাম। তাই ফারুকী ভাই না থাকলে এই ইন্ডাস্ট্রিতে আমি জন্মাতাম না।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...