আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের গুলি, চকলেট বাজি, মোবাইল, নগদ টাকা ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম উপজেলার তেহরীহুদা গ্রামে অভিযান চালিয়ে এসব আটক করে।
আটককৃতরা হলো:- তেহরীহুদা গ্রামের রোস্তম মন্ডলের ছেলে লাল মিয়া ও নুরুজ্জাামানের ছেলে জাহাঙ্গীর আলম।
যৌথ অভিযানের নেতৃত্বদানকারী মেজর আতিকুর রহমান রুশাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন উপজেলার তেহরীহুদা গ্রামের একটি বাড়িতে কিছু দুস্কৃতিকারী অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করছে। এমন খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যদের একটি টিম রাত সাড়ে ১২টার দিকে ওই গ্রামের লাল মিয়ার বাড়িতে হাজির হন। এ সময় সেখানে অস্ত্র তৈরিকালে একটি বসত ঘর থেকে একটি দেশীয় পাইপগান, ৪ রাউন্ড রাইফেলের গুলি, দু’টি গুলির খোসা, একটি গুলির পিলেট, পিস্তল তৈরির দু’টি লোহার বডি, একটি চাইনিজ কুড়াল, দু’টি মোবাইল, আটটি চকলেট বাজি, নগদ ২১ হাজার ৫শ ৫০ টাকা ও আগ্নেয়াস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরন্জামাদিসহ লাল মিয়া ও জাহাঙ্গীর আলমকে আটক করে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দু’জন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানাতে মামলা হয়েছে।