ইবিতে আদর্শ সমাজ বিনির্মাণে তরুণদের ভাবনা শীর্ষক সভা

পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আদর্শ সমাজ বিনির্মাণে তরুণদের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার আয়োজন করে লাইট অব কুরআন সংগঠন।

সেমিনারে ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও এক্টিভিস্ট ডাঃ শামসুল আরেফিন শক্তি। বিশেষ আলোচক ছিলেন বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দীন খান আজহারি। এছাড়াও সেমিনারে সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান আলোচকের বক্তব্যে ডাঃ শামসুল আরেফিন শক্তি শিক্ষার্থীদের আদর্শ সমাজ বিনির্মানে যুগোপযোগী জ্ঞান অর্জনের কথা বলেন। তিনি বলেন, তোমরা রিসার্চে বেশি মনোযোগী হবে। জাগতিক জ্ঞান ও ধর্মীয় জ্ঞানে সমানভাবে পারদর্শী হবে। তবে পাশ্চাত্যের অনুসরণ-অনুকরণ করা যাবেনা। ক্যাম্পাসে ফ্রি মিক্সিং থেকে তোমরা বিরত থাকবে। সমাজে তাওহীদের বিশ্বাস প্রতিষ্ঠা করতে তোমরা কাজ করবে।

অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, বর্তমান তরুণ সমাজ বিপথগামী হয়ে যাচ্ছে। মাদকসহ বিভিন্ন খারপ কার্যকলাপে জড়াচ্ছে। এছাড়াও বর্তমানে বিশেষ করে তরুণদের মাঝে আত্মহত্যার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। তাই এসব কাজ থেকে বেচে থাকতে হলে আমাদের ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে এবং সেই অনুসারে জীবন পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে তরুণদের নিয়ে এরকম আয়োজন বেশি বেশি করা উচিত।

আরও পড়ুন...