বাংলাদেশ কোনো ধরনের হুমকির মুখে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে উপলক্ষে রাজধানীর পূর্বাচলে সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সীমান্ত নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে উত্তেজনা নেই, সীমান্ত অন্যান্য সময়ের মতো একই অবস্থায় আছে। তবে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে৷ এজন্য বাংলাদেশের মিডিয়াগুলোকে সত্য খবর প্রকাশ করে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাব দেয়ার অনুরোধ জানার স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, একটা দেশ অন্য দেশ নিয়ে নগন্য ও মিথ্যা প্রচার তথ্য প্রচার করতে পারে এটা শুধু ভারতের মিডিয়ায় পারে অন্য সব মিডিয়া পারে না। আমরা যারা এই দেশে আছি সবাই একসঙ্গে এটার প্রতিবাদ করব।

সকল রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকের ডাক দিয়েছে, বিষয়টি কি ইতিবাচক প্রভাব ফেলবে? জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা যখন সবাই একসাথে হব অবশ্যই ইতিবাচক প্রভাব হবে। এতে করে আমরা সবাই একসাথে কাজ করব, একসাথে প্রতিবাদ করতে পারব। এটা খুবই ভালো দিক।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের উদ্বেগ জনক আশঙ্কা নেই। তারা জা করছে আপনারা এর প্রতিবাদ করবেন এবং সত্যি ঘটনা প্রকাশ করবেন, সেই সময় ওদের মুখে চুলকানি পরবে।

বাংলাদেশের সর্বভূমত্ব কি হুমকির মুখে আছে? জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মুখে নেই। আমরা সব একসাথে হয়ে ভারতের মিডিয়ার মিথ্যা প্রচারণা বন্ধ করব।

আরও পড়ুন...