
পবিএি,চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ফাহিম মাহমুদ নামের তিন বছরের এক শিশুর পুকুরের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মনতলা গ্রামের হাজী বাড়ীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই বাড়ীর মোতাহের হোসেনের ছোট ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, শনিবার সকাল ৯টায় খেলাধূলা করার সময় ফাহিম পরিবারের অগোচরে পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম পিবিএ’কে বলেন, ফাহিম মাহমুদকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।
পবিএি/এমএ/হক