ইসকনের অরাজকতার প্রতিবা‌দে মা‌টিরাঙ্গায় বি‌ক্ষোভ

পিবিএ,মা‌টিরাঙ্গা (খাগড়াছ‌ড়ি) প্রতিনিধি: দেশদ্রোহী সন্ত্রাসী সংগঠন ‘ইসকন’ কর্তৃক সারাদেশে অরাজকতা, জাতীয় পতাকার অবমাননা দেশবিরোধী অপপ্রচার, আইনজীবি হত্যা এবং ভারতে বাংলাদেশী দূতাবাসে নগ্ন হামলার প্রতিবাদে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে (বাদ আছর) মাটিরাঙ্গা তবলছড়ি চত্ত্বর থে‌কে পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাস ও বৈষম্যবিরোধী আন্দোলন এবং সর্বস্তরের শান্তিপ্রিয় দেশপ্রেমিক জাগ্রত জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি পৌর শহ‌রের প্রধ‌ান সড়ক প্রদ‌ক্ষিণ ‌শেষে মা‌টিরাঙ্গা কেন্দ্রীয় মস‌জিদ গে‌টে এ‌সে সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শ করা হয়। এ‌তে বক্তব‌্য রা‌খেন কা‌জিপাড়া মস‌জি‌দের ঈমাম মুফ‌তি আলমগীর হা‌বি‌ব ও মা‌টিরাঙ্গা কেন্দ্রীয় মস‌জিদের খ‌তিব হা‌ফেজ মাওলানা হারুন অর র‌শিদ।

সম্প্রতি চট্টগ্রা‌ম আদাল‌তে ইসকন কর্তৃক ঘ‌টে যাওয়া সন্ত্রাসী ঘটনার বর্ণনা দি‌য়ে ইসকনকে সন্ত্রাসী সংগঠন উ‌ল্লেখ ক‌রে বক্তারা বলেন, ই‌তিপূ‌র্বে পার্বত‌্য বান্দরবা‌নে ঘ‌টে যাওয়া ব‌্যাংক ডাকা‌তি ও ইসক‌নের সন্ত্রাসী কার্যক্রম একই সূ‌ত্রে গাঁথা। বি‌শ্বের অ‌নেকগু‌লো দে‌শে ই‌তিম‌ধ্যে সন্ত্রাসী সংগঠন হি‌সে‌বে ইসকন‌কে নি‌ষিদ্ধ করা হ‌য়ে‌ছে। সমা‌বেশ থে‌কে বাংলা‌দেশেও মন্ত্রাসী সংগঠন ইসকনকে ব‌ন্ধের দা‌বি জানান বক্তারা। এ সময় রাজনৈ‌তিক,পেশাজী‌বিসহ বি‌ভিন্ন লোকজন উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন...