হট্টগোল-বিশৃঙ্খলার মধ্যে পালিত হলো সাতক্ষীরা মুক্ত দিবস

এস এম হাবিবুল হাসান,সাতক্ষীরা: বিএনপি নেতাদের হট্টগোল আর বিশৃঙ্খলার মধ্যে পালিত হল সাতক্ষীরা মুক্ত দিবস পালিত।১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে সাতক্ষীরা মুক্ত হয়।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের পোস্ট অফিসের মোড়স্থ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিমের সঞ্চালনায় ৭ ডিসেম্বর উপলক্ষে মুক্তিযোদ্ধার আলোচনা সভায় বক্তব্য দেন, সাবেক জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, সাবেক জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ,বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা এ্যাড.নুরুল আলম, তবিবর রহমান, মো.আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা সাধারণ সম্পাদক এস এম শরীফ উদ্দীন,কাজী মিঠু।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফু দিয়ে বা ঝাড়-ফুকের মাধ্যমে সাতক্ষীরা মুক্ত হয়নি। সাতক্ষীরা মুক্ত হয়েছে মুক্তিযোদ্ধাদের কঠোর প্রতিরোদের মাধ্যমে।আমাদের অর্জিত স্বাধীনতা মৌলবাদীদের হাতে তুলে দিতে পারি না। সে জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য।

এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধাদের পতাকা উত্তোলন করা।

আরও পড়ুন...