পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সংগঠনটির প্রধান সমন্বয়ক আলমগীর কবির আগামী এক (০১) বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়।
এতে সভাপতি হিসেবে সংগঠনটির সদস্য ইমতিয়াজ আহাম্মেদ ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে মিলন রানা মুরাদ মনোনীত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হাফসা মেহেদিন শ্রাবণী ও নাহিদ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী ও হাসিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তনিমা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইনসানুল ইমাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সালমান খান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক হাবিবা আক্তার হাফসা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল-আমিন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুবংকর রায়, সাংস্কৃতিক সম্পাদক মহিমা খান, ক্রীড়া সম্পাদক রাইসুল ইসলাম এবং ত্রাণ ও দূর্যোগ সম্পাদক ইসমাইল আহমদ তালহা। এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- এখলাস উদ্দীন সজল, তাসনুভা তাবাচ্ছুম ঐশি, মোছা: ফাতেমা, ফয়সাল মোল্লা এবং মোছা: রিয়া খাতুন।
এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল আল মোহিত, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন এবং জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবীর।
নব মনোনীত সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে স্লোগানকে ধারণ করে গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে। আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে ভবন নির্মাণ করা এবং সবুজায়ন নিশ্চিত করা। বর্তমান প্রশাসনের নিকট আহবান থাকবে কোনো স্থাপনা তৈরীর পূর্বে নির্দিষ্ট রোডম্যাপ অনুসরণ করে কাজ করা, ক্যাম্পাস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ক্যাম্পাসের অভ্যন্তরের দোকানগুলোতে সকল ধরনের পলিথিন নিষিদ্ধ করে বিকল্প হিসেবে পাট অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করা।