দিনমজুর মাহাবুর হত্যার প্রধান আসামী শাহাব উদ্দিন গ্রেফতার

রাজধানীর কদমতলী এলাকায় দিনমজুর মাহাবুব হত্যা মামলার প্রধান আসামী শাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার বিকালে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে র‍্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে।

সোমবার (৯ ডিসেম্বর) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তাপস কর্মকার বলেন, গত ৩০ আগস্ট সন্ধ্যায় দিনমজুর মাহাবুব তার এক বন্ধুর সাথে কদমতলী মুরাদপুর হাই স্কুলের সামনে একটি বাসায় যায়। এসময় গ্রেফতারকৃত মো. শাহাব উদ্দিন (৩৬) ও অন্য আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে অতর্কিতভাবে চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু ও কিরিচ দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে।

এরপর শাহাব উদ্দিনসহ অপর আসামিরা গুম করার উদ্দেশ্যে মাহাবুবকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় কদমতলীর পাটেরবাগ এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম মাহাবুবের পরিবার খবর পেয়ে সেই স্থানে গিয়ে মাহাবুবের রক্তাক্ত গলাকাটা লাশ দেখতে পায় এবং এ ঘটনায় মৃত ভিকটিম মাহাবুবের ভাই মো. ফজর আলী বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় শাহাব উদ্দিনসহ ৯ জন এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি শুরু করে। তারই ধারাবাহিকতায় গতকাল বিকালে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে মো.শাহাব উদ্দিন’কে (৩৬) গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে বলেও জানান তিনি। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...