পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ আগামীকাল। অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে এবার নবীন বরণ অনুষ্ঠানে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি। বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো গণঅভ্যুত্থানের বিভিন্ন স্থিরচিত্রের মাধ্যমে সাজানো হয়েছে। এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে জীবন্ত করে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মিলনায়তন পর্যন্ত সড়কের উভয় পার্শ্ব ও ডায়না চত্বর জুলাই আন্দোলনের স্মৃতি স্থিরচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এতে গণঅভ্যুত্থানে ২৪ জন শহীদ রিকশা চালকের তালিকা, ১১ নারী শহীদের তালিকা, আন্দোলনে পুলিশে গুলিতে শহীদ আব্দুলাহ, শহীদ আবু সাঈদ ও মুগ্ধের ছবি দিয়ে সাজানো হয়েছে সড়কের উভয় পার্শ্ব। এছাড়াও শহীদের পিতা-মাতার আর্তনাদের কথাগুলো ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
নবীনবরণ ঘীরে প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, ছবির মাধ্যমে জুলাই-আগস্টের অভ্যুত্থানের ইতিহাস সকলের সামনে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে সবার মাঝে জুলাইয়ে স্মৃতি আবারো জাগ্রত হবে। ক্যাম্পাসে আসা নতুন শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানের আন্দোলনের ইতিহাস জানতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, এ আয়োজনের মাধ্যমে আমাদের সামনে ২৪ এর আন্দোলনের স্মৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। দেশের আন্দোলনের চিত্রগুলো এখানে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, যা বিপ্লবের স্মৃতিকে সবার মনে জীবন্ত করে তুলেছে। এমন আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন যাতে সকলের মাঝে বৈষম্যহীন দেশ গঠনের চেতনা জাগ্রত থাকে।
এ বিষয়ে নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রয়োজন তাদের চেতনাকে জাগ্রত রাখা। শহীদদের সেই চেতনা চির জাগ্রত রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নবীনদের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের এ আয়োজন। ২৪ গণঅভ্যুত্থানের সাধারণ মানুষের যে ত্যাগ তিতিক্ষা সেগুলো যেন নবীন শিক্ষার্থীরা জানতে পারে। কিভাবে তরুণদের ভূমিকা একটি জাতির গতিপথ পরিবর্তন করতে পারে তা তুলে ধরা এবং জুলাই আগস্টের স্মৃতি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মূলত আমাদের এমন উদ্যোগ।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠান আগামীকাল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।