কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে কেন্দ্রীয় সমন্বয়ক অসুস্থ্য রোমান কবিরের চিকিৎসা জনিত সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, সবার চিরচেনা প্রিয় মুখ চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।
সোমবার (৯ ডিসেম্বর) নিসচার বগুড়া জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় সমন্বয়ক অসুস্থ্য রোমান কবিরকে আর্থিকভাবে এ সহযোগিতা প্রদান করেন।
রোমান কবির দিনাজপুর জেলার নবাবগঞ্জের সাহাব মিয়ার ছেলে। বাইপাস অপারেশন ও চিকিৎসা জনিত কারণে তিনি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের ছোট দিয়ার গ্রামে শশুর মৃত গফুর মাষ্টারের বাড়ীতে অবস্থান বরছেন। তিনি চাকরিতে প্রবেশের বয়সসিমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের একজন কেন্দ্রীয় সমন্বয়ক।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দগন তার চিকিৎসার খোজ খবর নেন এবং ইলিয়াস কাঞ্চনের প্রেরনকৃত নগদ অর্থ সহায়তা রোমানের হাতে তুলে দেন এবং জেলা কমিটির পক্ষ থেকে রোমানের চিকিৎসার বিষয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করা করে।
আন্দোলনকারী কেন্দ্রীয় সমন্বয়ক রোমান এবং তার পরিবার নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোমান বলেন, ইলিয়াস কাঞ্চন স্যার বরাবরই আমিসহ আমার অন্যান্য সমন্নয়ক এবং বাংলাদেশের ৩০ লক্ষ বেকার যুবকের পাশে সব সময় দাড়িয়েছেন। তিনি আন্দোলনের শুরু থেকে আমাদের পাশে একজন অভিভাবক হয়ে ছিলেন। তার অবদান আমরা কখনো ভুলবনা। আজ তিনি আমার অসুস্থ্যতার কথা জানতে পেরে আমাকে সহায়তা প্রদান করেছেন, সত্যি আমরা ওনার প্রতি কৃতজ্ঞ।
এসময় নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সহ সভাপতি মিঠু, সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন ডলার, সদস্য আমিন, মমিন, ডা. আবু রায়হান, জেলা কমিটির সাবেক সদস্য সাংবাদিক কারিমুল হাসান লিখনসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।