পাঁচবিবিতে সোনার বারসহ পাচারকারী আটক

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটর পাঁচবিবি উপজেলার বাগজানা সীমান্ত এলাকা থেকে ৫’পিস (৫.৮৩ গ্রাম) ওজনের সোনার বারসহ এক সোনা পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালের দিকে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করে সোনাসহ পাচারকারিকে আটক করেছে। এসময় তার কাছ থেকে (৫.৮৩ গ্রাম) ওজনের পাঁচ পিস সোনার বার উদ্ধার করা হয়।

আটককৃত সোনা পাচারকারি হলেন- মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজলার আজিমপুর গ্রামের নূর মাহাম্মদের ছেলে মোঃ বাবু (২৫)।

দুপুরে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরের হিলিগামী অরিন পরিবহনের বাসযোগে কয়কজন ব্যাক্তি সোনার বারসহ সীমান্ত এলাকায় আসছে। এমন গোপন সংবাদর ভিত্তিত্বে ক্যাম্পের সদস্যরা পাঁচবিবি উপজলার বাগজানা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় ঢাকা-মট্র-ব-১২-৩৪৮৪ নং অরিন বাসের এক যাত্রীর আচরনণ সন্দেহজনক হলে তার শরীরে তল্লাসী করা হয়। এসময় পাচারকারী অভিনব কায়দায় তার পায়র জুতার ভিতর লুকিয় রাখা ৫’পিস সোনার বার উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীণ আছে।

আরও পড়ুন...