পিবিএ, ঢাকা :সব জল্পনা কল্পনা শেষে শনিবার দিন যেয়ে রাতে পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
পরের দিনই খেলা আছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদের। ওই দিন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে অরেঞ্জ আর্মিরা।
ইতিমধ্যে হায়দরাবাদে যোগ দিয়েছেন সাকিব। ম্যাচ খেলতে সতীর্থদের সঙ্গে পৌঁছেছেন কলকাতায়। ইডেন গার্ডেনে হবে দুই দলের লড়াই। হাজির হয়েছেন তিনিও। স্বাভাবিকভাবেই চেনা মাঠে উপস্থিত হয়ে স্মৃতিকাতর হয়ে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো হায়দরাবাদের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। এর আগে ৭ মৌসুম কলকাতার হয়ে খেলেন তিনি। নতুন মৌসুমে প্রথম ম্যাচে সাবেক দলের বিপক্ষে খেলতে কলকাতায় ফিরে স্মৃতি রোমন্থন করলেন টাইগার সুপারস্টার। হায়দরাবাদের স্বাগত জানানো ভিডিওতে তিনি জানিয়েছেন মনের সুপ্ত কথা।
সাকিব বলেন, কলকাতায় ফিরে এলাম। ইডেন গার্ডেনে প্রচুর দর্শকের সমাগম হয়। এত দর্শকের সামনে খেলা দারুণ ব্যাপার। এখানে আমার অনেক স্মৃতি আছে। আসন্ন ম্যাচ খেলতে আমরা মরিয়া।
গেল আসরে রানার্সআপ হয় হায়দরাবাদ। তাতে অসামান্য অবদান ছিল সাকিবের। এ মৌসুমে দলকে চ্যাম্পিয়ন করতে চান তিনি। এজন্য ভক্ত-সমর্থকদের সমর্থন চেয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
তিনি বলেন, আমাদের সমর্থন করুন। আমাদের ওপরে বিশ্বাস-ভরসা রাখুন। আশা করি, শিরোপা পুনরুদ্ধার করতে পারব।
পিবিএ/এমএস