রাইজোপাস আরটোকার্পি (Rhizopus artocarpy) নামক ছত্রাকের আক্রমণে কাঁঠালের মুচি পঁচা রোগ হয়ে থাকে। পরবর্তীতে আক্রান্ত স্থানের কোষ মরে কালো রং ধারণ করে। পরিশেষে আক্রান্ত ফল পঁচে ঝরে পড়ে। সময় মত প্রতিকারের ব্যবস্থা না নিলে বাতাস, পানি ও পোকামাকড়ের মাধ্যমে এ রোগ মহামারি আকারে ছড়িয়ে যাওয়া আশঙ্কা রয়েছে। ছবিটি শেরেবাংলা নগর গণভবন অফিসার্স কোয়ার্টার আরসিডি-৪ এলাকা থেকে তোলা। ছবি : পিবিএ/এম ইব্রাহীম সরকার

আরও পড়ুন...