আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: প্রকাশ্যে দিবালোকে ঝিনাইদহের কালীগঞ্জে আইনুদ্দিন নামে এক পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর করেছে দূর্বত্তরা।
গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নলডাঙ্গা রোড থেকে দুটি মোটরসাইকেলে দূর্বত্তরা তাকে তুলে নিয়ে একটি মাঠের মধ্যে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষনিক পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করায় পুলিশি তৎপরতায় দূর্বত্তরা ব্যবসায়ীকে ছেড়ে দেয়। পরে আহত ব্যবসায়ীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
কালীগঞ্জ শহরের (ঢাকা রোডে) পশু হাসপাতালের সন্মুখে নারিশ পোল্ট্রি ফিডের কালীগঞ্জের পরিবেশক ব্যবসায়ী আইনুদ্দিন সাংবাদিকদের জানায়, কালীগঞ্জের কিছু ব্যাক্তি আগেরদিন তার কাছে ১০ হাজার পিচ নারিশের মুরগির বাচ্চা চায়। এ বিষয়টি নিয়ে তাদের সাথে কিছুটা মতবিরোধও হয়। মঙ্গলবার দুপুরে আইনুদ্দিন নলডাঙ্গা সড়কে গেলে কতিপয় ব্যাক্তি তাকে জোরপূর্বক ধরে গুন্জবাড়ি নামক নির্জন শ্বশানে নিয়ে যায়। দূর্বত্তরা তাকে মারধর করে। এর ঘন্টা পর তাকে ছেড়ে দিয়ে একটি ইজিবাইকে তুলে দেয়। পুলিশ ও পরিবারের লোকজন আইনুদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা এখন শংকামুক্ত।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, কতিপয় ব্যাক্তি এক ব্যাবসায়ীকে তুলে নিয়ে গেছে এমন মৌখিক অভিযোগ পেয়েই পুলিশ তৎপরতা শুরু করেন। কিছু সময় পরই দূর্বত্তরা ওই ব্যাবসায়ীকে ছেড়ে দিলে হাসপাতালে ভর্তি হয়।
তিনি হাসপাতালে গিয়ে ব্যবসায়ীর সাথে কথা বলে খোঁজ খবর নিয়েছেন। তবে, পরিবারটি এখনো কোনো লিখিত অভিযোগ না দিলেও ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।