আশেক মাহমুদ কলেজে অভিভাবক সমাবেশ

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে একাদশ শ্রেণির সব বিভাগের শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে একাডেমিক মানোন্নয়ন কমিটির আয়োজনে কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশেক মাহমুদ কলেজের একাডেমিক মানোন্নয়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ।

অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব, কলেজের শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।

এতে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয় পর্যালোচনা ও পরামর্শমূলক দিকনির্দেশনা দেন কলেজ অধ্যক্ষ। অভিভাবকদের লিখিত পরামর্শও তিনি সুনিপুণ উপস্থাপন করে তার যথোপযুক্ত উত্তর দেন। তিনি শিক্ষার্থীর প্রতি অভিভাবকদের মনযোগ ও নজরদারি বাড়াতে অনুরোধ করেন।

আরও পড়ুন...