ইবি থানা স্থানান্তর না করতে উপাচার্যকে স্মারকলিপি

পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরের থানা সরিয়ে না নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর ম্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে তারা ইবি থানাকে উপজেলায় রূপান্তরিত করার জন্য উপাচার্যকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদনের অনুরোধ জানান।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় উপাচার্য কার্যালয়ে তাঁরা এ স্মারকলিপি দেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয় এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল ও গোলাম রব্বানীসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তারা বলেন, ইবি থানা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পার্শ্ববর্তী সাতটি ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষা ও মানুষের জান-মালের নিরাপত্তায় দীর্ঘ দিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকার মানুষের মতামত উপেক্ষা করে ফ্যাসিস্ট সরকারের স্বার্থান্বেষী কতিপয় রাজনৈতিক ব্যক্তি অসত্য তথ্য দিয়ে এই থানাকে সরিয়ে ১৬ কিলোমিটার দূরে দুর্গম ঝাউদিয়ায় নেওয়ার অপচেষ্টা করেছে। বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের মতামত না নিয়ে এমন অপচেষ্টা অত্যন্ত জঘন্যতম বিষয়। বিশ্ববিদ্যালের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে পড়তে আসা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে হলে, ইবি থানাকে তার পূর্বাবস্থায় বহাল রাখার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের অবস্থান কুষ্টিয়া শহর থেকে ২৫ কিলোমিটার দূরত্বে এবং ঝিনাইদহ সীমান্তবর্তী অঞ্চল হওয়ার দরুন এলাকাটি দুর্গম এবং নিরাপত্তাজনিত সংকটে রয়েছে।

উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য থানা খুবই গুরুত্বপূর্ণ। আমি স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বলছি তারা বলছে এ থানা এখানে থাকুক। আমাদের চাওয়া এ থানা এ জায়গায় থাকুক। এই থানা এখানেই রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

আরও পড়ুন...