ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেল গৃহবধূর

রাজন্য রুহানি.জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে বালুভর্তি মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রিনা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সানন্দবাড়ী সড়কের হাতিভাঙ্গা চকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রিনা বেগম পাররাম রামপুর ইউনিয়নের উত্তর মোয়ামারি ব্যাপারীপাড়া এলাকার সুজন মিয়ার স্ত্রী।

নিহতের স্বামী সুজন মিয়া জানান, দুপুরে কাঠারবিল থেকে স্ত্রীকে নিয়ে আমি মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলাম। পথে চকপাড়া পৌঁছলে বালুভর্তি এক মাহিন্দ্র ট্রাক্টর পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী ছিটকে পড়ে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। আমি কিছুটা আহত হই।

এ বিষয়ে তারাটিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনর্চাজ ওবায়দুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে ওই মাহিন্দ্র গাড়িটিকে। তবে দুর্ঘটনা পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল করা হচ্ছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন...