কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে নদীতে গোসল করতে নেমে আয়েশা খাতুন (২০) নামের এক গৃহবধূ নিখোঁজের খবর পাওয়া গেছে। আয়েশা খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের দক্ষিণপাড়া এলাকার আবু বক্করের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আয়েশা খাতুন রবিবার কুয়াশাচ্ছন্ন ভোরে পার্শ্ববর্তী বাঙ্গালী নদীতে গোসল করতে যায়। দির্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় আবু বক্কর তার স্ত্রীর খোঁজে নদীতে যায়। সেখানে পায়ের স্যান্ডেল দেখতে পেলেও স্ত্রী আয়েশা খাতুনকে দেখতে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে সরকারি জরুরী সেবা ৯৯৯ এ কল করে। পরে খবর পেয়ে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় ধুনট ফায়ার স্টেশনের ডুবরি দল উদ্ধার অভিযান চালায়। নিউজ লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।