শাহাবুদ্দিন মেমোরিয়ালে বিজয় দিবস উদযাপিত

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুর শহরের বেলটিয়ায় শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতে প্রতিষ্ঠানের স্কাউট দল কুচকাওয়াজ ও জাতীয় পতাকাকে সালাম জানায়। জাতীয় সংগীতের সংগে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব শেখ মো. জোলফোক্কার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (এডমিন) হুমায়ুন কবীর, উপাধ্যক্ষ (একাডেমিক) মোজাম্মেল হক, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক সালমা আক্তার প্রমুখ।

সিনিয়র সহকারী শিক্ষক মানসী গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনায় বক্তব্য রাখেন রসায়ন বিষয়ের প্রভাষক মায়মুনা রিদভী। আলোচনার আগে কবিতা আবৃত্তি ও বক্তৃতা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কবিতায় প্রাথমিক শাখায় মারজিয়া মেহজাবিন সারা, জান্নাত ইকবাল তাপসী যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করেন। মাধ্যমিক শাখায় কবিতা আবৃত্তি ও বক্তৃতা উভয় বিষয়ে সারথী ঘটক মাধুর্য ১ম, জান্নাতুল মাওয়া ২য় ও নীহারিকা ইকবাল তরণী ৩য় স্থান অধিকার করে। প্লে গ্রুপের সৈয়দা রুফাইদার আবৃত্তি উপস্থিত সকলকে মুগ্ধ করে।

আরও পড়ুন...