বিজয় দিবসে আনসার অর্কেস্ট্রা টিমের সুরের মূর্ছনা

বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অর্কেস্ট্রা দল তাদের হৃদয়ছোঁয়া সংগীত ও ব্রাস ব্যান্ডের সুরের মূর্ছনায় হাজারো ছাত্র জনতার মাঝে উন্মুক্ত পরিবেশনার মাধ্যমে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলে।

সকালের সূর্যোদয়ের সাথে সাথে বিজয়ের সূচনা লগ্নে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। পরে বাংলাদেশের স্বাধীনতার গৌরবগাথা এবং মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত গান পরিবেশন করেন অর্কেস্ট্রা দলের সদস্যরা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, এবং জাতীয় ঐক্যের বার্তা উঠে আসে তাদের প্রতিটি পরিবেশনায় ও ব্যান্ডের সুরের মূর্ছনায়।

এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করতে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত ছিলেন বিশিষ্টজন, সরকারি কর্মকর্তাবৃন্দ,এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ। অনুষ্ঠানটি সকলের মধ্যে বৈষম্যমুক্ত ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়দীপ্ত দেশপ্রেমের নতুন উদ্দীপনা সঞ্চার করে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই অর্কেস্ট্রা দল মাটি ও মানুষের কাছাকাছি সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মহান বিজয় দিবসের সার্বজনীন আনন্দ উৎসবের শরীক হতেই বাংলাদেশ আনসার ও ভিডিপির এই ক্ষুদ্র পরিবেশনা, যা বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসে উজ্জীবিত করার এক গুরুত্বপূর্ণ প্রয়াস।

আরও পড়ুন...