আর কিছুক্ষন পরেই পর্দা উঠছে আইপিএলের

পিবিএ, ঢাকা :ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর।

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। ধোনির নেতৃত্বে হ্যাটট্রিক শিরোপা জিতেছে চেন্নাইয়ের দলটি। অন্যদিকে আট বছর বাঙ্গালোরকে নেতৃত্ব দিয়ে এখনও শিরোপা উপহার দিতে পারেননি কোহলি।

যে কারণে উদ্বোধনী ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ধোনির দল চেন্নাই। দুই দল এখনও পর্যন্ত মোট ২২বার মুখোমুখি হয়। ১৪টিতে জিতেছে চেন্নাই। বাঙ্গালোর জিতেছে মাত্র সাতটিতে। শেষ ছয় সাক্ষাতে অবশ্য একবারও জিততে পারেননি কোহলিরা।

২০১৪ সালে শেষবার চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল ব্যাঙ্গালোর। শনিবার রাতে কোহলির ব্যাট জয় ছিনিয়ে আনতে পারে কি না, সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

পিবিএ/এমএস

আরও পড়ুন...