রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের ইসলামপুরে রাতের আঁধারে বিক্ষুব্ধ শ্লোগানে মিছিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিলে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও। এ ঘটনায় জেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। একই সঙ্গে প্রশাসনের প্রতি মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় তারা।
সোমবার (১৬ ডিসেম্বর) ইসলামপুর উপজেলার গোয়ালের চরের সভারচর এলাকায় রাত সাড়ে ৮টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগের লোকজন। মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তৃতাও করে তারা।
বক্তৃতা ও মিছিল গোয়ালেরচর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন তার ফেসবুক আইডি থেকে লাইভ করেন।এতে স্যোশাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ভিডিওটি।
মিছিলের ওই ভিডিওতে ‘রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার ভয় নাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, কে বলেরে মুজিব নাই মুজিব সারা বাংলায়সহ বিভিন্ন বিক্ষুব্ধ স্লোগান দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ঘন্টাব্যাপী এ অবরোধের কারণে শহরে যানজট সৃষ্টি হয়।
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলেন, ‘বর্তমানে ছাত্রলীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। এ সংগঠনের অপকর্মে দেশের মানুষজন সবসময় অসহায় ও তটস্থ ছিল। নিষিদ্ধ হবার পরেও তারা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে কিভাবে, সেটা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন?
তারা আরও জানান, বক্তৃতা ও মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রশাসনের কাছে দাবি, ফুটেজ দেখে তাদের শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন ছাত্ররা।