এস এম হাবিবুল হাসান,সতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল হেলাল জয়(১৮) ও তানজিমুল হাসান সিহাব(১৯)নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।তারা পরস্পর দুই বন্ধু।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,সাতক্ষীরা সদর উপজেলার মুনজিতপুর এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে আল হেলাল জয় এবং মাছখোলার চারা বটতলা মোড় এলাকার হাবিবুল্লাহর ছেলে তানজিমুল হাসান সিহাব।সিহাব সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে একটি বালুবাহি ড্রাম্পার ট্রাক সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে দুইজন মোটরসাইকেলযোগে সাতক্ষীরা ফিরছিলেন। দ্রুত গতির মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং নিহতদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।ঘাতক ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়েছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় দ্রুত গতির যান চলাচলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।