আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এ শ্লোগানে ঝিনাইদহে আর্ন্তজাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, টিটিসির অধ্যক্ষ রুস্তম আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, সঠিক নিয়ম মেনে ও প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসীদের বিদেশে যাওয়ার আহবান জানান। সেই সাথে প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আরও ভালোভাবে কাজ করার আহবান জানান।