জাসিন্ডার মতো নেতা প্রয়োজন যুক্তরাষ্ট্রের: নিউইয়োর্ক টাইমস

জেসিন্ডা
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন

পিবিএ ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন’র প্রশংসায় পঞ্চমুখ যুক্তরাষ্ট্রের দৈনিক নিউইয়র্ক টাইমস। পত্রিকাটির সম্পাদকীয়র শিরোনাম: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ‘জেসিন্ডা আহডার্নের মতো ভালো নেতা প্রয়োজন যুক্তরাষ্ট্রের’।

গত সপ্তাহে ক্রাইস্টচার্চের দুই মসজিদে বর্ণবাদী ও পৈশাচিক হামলার প্রতিক্রিয়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন যেভাবে একের পর এক যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, এবং তাতে তিনি মুসলমানদের মনে যেভাবে জায়গা করে নিয়েছেন, সে কারণেই তাঁর নেতৃত্বের প্রশংসা করলো পত্রিকাটি।

সম্পাদকীয়তে বলা হয়েছে, আতঙ্ক কীভাবে সামাল দিতে হয়, তা জেসিন্ডা আহডার্নের কাছ থেকে বিশ্বের শেখা উচিত। আহডার্ন গত বৃহস্পতিবার জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রয়োজনে ক্রাইস্টচার্চের হামলায় যে আধা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহৃত হয়েছে, সে ধরনের সব অস্ত্র নিষিদ্ধ করার ঘোষণা দেন। এ বিষয়টিরও প্রশংসা করা হয় সম্পাদকীয়তে। উল্লেখ করা হয়, নিউজিল্যান্ডে একটি হত্যাযজ্ঞ সরকারকে সজাগ করতে পারল। কিন্তু যুক্তরাষ্ট্রে একের পর এক হত্যাযজ্ঞ হলেও কিছুই হয় না। সংকটের সময় নেতৃত্ব কেমন হওয়া উচিত, তা শিখিয়েছেন জেসিন্ডা আহডার্ন।

এর আগে গতকাল শুক্রবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে জেসিন্ডার প্রশংসা করেছে তুরস্ক। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ‘সন্ত্রাসী হামলার প্রতি সব মুসলমানের সহানুভূতি নিয়ে জাসিন্ডা আরডার্নের প্রতিক্রিয়া সব নেতাদের আদর্শ হওয়া উচিত।’

পিবিএ/এএইচ

আরও পড়ুন...