পিবিএ ডেস্ক: পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সন্ধ্যায় তিনি এ শুভেচ্ছা বার্তা দেন বলে এক টুইট বার্তায় জানান পাক প্রধানমন্ত্রী ইমরান।
এক টুইট বার্তায় প্রদত্ত শুভেচ্ছা বাতায় মোদি বলেন, টুইটে মোদি বলেন, সন্ত্রাস ও সহিংসতামুক্ত পরিবেশে শান্তিপূর্ণ ও উন্নয়নশীল অঞ্চল গড়তে উপমহাদেশের জনগণের এখন একসঙ্গে কাজ করার সময়।
দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ’র উত্তেজনার পর মোদির তরফ থেকে এই শুভেচ্ছা জানানো হলো।এতে প্রতিবেশে দেশ দুটির মধ্যে উত্তজেনা কমবে বলে আশা করা যায়।
এদিকে ইমরান খানও মোদিকে পাল্টা টুইটে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে সমন্বিত আলোচনা শুরুর এটিই সময়। জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত ও পাকিস্তানের নতুন সম্পর্কে আবদ্ধ হওয়া প্রয়োজন।
প্রতিবছর ২৩ মার্চ পাকিস্তানে জাতীয় দিবস উদ্যাপিত হয়। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোর প্রস্তাব পাস হয়েছিল।
ইসলামাবাদে আজ শনিবার পাকিস্তানের জাতীয় দিবসে নানা কর্মসূচি পালন করা হবে। নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে গতকাল শুক্রবারই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে ভারত কোনো প্রতিনিধি পাঠায়নি। কারণ, এসব অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের স্বাধীনতাকামীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
পিবিএ/এএইচ