লক্ষাধিক মানুষের জনসমাগমের আশা

৬ বছর পর পঞ্চগড়ে বিএনপির সমাবেশ আগামীকাল

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই জনসমাবেশ। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে পঞ্চগড়বাসীসহ দলীয় নেতাকর্মীরা। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল রোববার (২২ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠের জনসভায় যোগ দিবেন।

পঞ্চগড়ে ছয় বছর পর বিএনপি’র জনসমাবেশ হচ্ছে। জনসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য উদ্দিপনা দেখা দিয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের তত্বাবধানে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বোদা উপজেলা বিএনপি।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলার প্রায় পাঁচ শতাধিক যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তাদের প্রাথমিক প্রশিক্ষণও দেওয়া হয়। বোদা উপজেলার বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুনে ভরে গেছে। সমাবেশস্থলে আগামীকাল সকাল থেকেই আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি প্রায় পাঁচ শতাধিক দলীয় সেচ্ছাসেবক কাজ করবে পরিস্থিতি নিয়ন্ত্রনে। তাদের আলাদা টিশার্ট দেওয়া হয়। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা চাদরে ঘিরে থাকবে জনসমাবেশস্থল।

বোদা উপজেলা বিএনপি নেতা আসাদ জানান, সমাবেশ উপলক্ষে ইউনিয়ন ওয়ার্ড পৌরসভা থানার নেতাকর্মীরা উজ্জিবীত। অধীর আগ্রহে অপেক্ষা করছে মহাসচিবের বক্তব্য শোনার জন্য। আশে পাশের জেলাগুলো থেকেও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিবেন। বোদা দেবীগঞ্জের জনতার এমপি ফরহাদ হোসেন আজাদ বিরামহীন পরিশ্রম করছেন। তার নির্দেশেই আমরা সমাবেশ সফল করার লক্ষে কাজ করে যাচ্ছি। শনিবার বিকেলে সমাবেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের ব্রিফিং করেছেন। তিনি জানানা দীর্ঘ ছয় বছর পর বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আশা করি লক্ষাধিক মানুষের সমাগম হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মহাসচিবের আগমন উপলক্ষে বোদা দেবীগঞ্জের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে অনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। পুলিশ প্রশাসনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সমাবেশ স্থল পরিদর্শন করেছেন। সমাবেশ সফল করার জন্য কয়েকটি কমিটি গঠন করা হয়েছে । আগামীকালের জনসভায় কন্ঠ শিল্পী বেবী নাজনীন, কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা মহাসচিবের সফর সঙ্গী হিসেবে থাকবেন। আমি মনে করি আগামীকালের জনসভার মাধ্যমে আমরা সব ভেদাভেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের মধ্যে উম্মাদনা সৃস্টি হবে।

জানা যায় বেলা ১১টা থেকে জনসভায় জেলা উপজেলা নেতৃবৃন্দ বক্তবের মধ্য দিয়ে শুরু হবে জনসভা। বেলা দুইটার দিক থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসমাবেশ শুরু হবে। বিকেল চারটার দিকে প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন...

preload imagepreload image