বর্ষবরণ ও বর্ষবিদায় দিনে

‘পাঁচ দিনের সরকারি ছুটিসহ পরীক্ষার তারিখ বাতিলের দাবি’

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: এসএসসি পরীক্ষার তারিখ বাতিল ও ৫ দিনের সরকারি ছুটির দাবি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে করেছে আদিবাসি শিক্ষার্থীদের ব্যানারে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

রোববার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বর্ষবরণ ও বর্ষবিদায় দিনে ২০২৫ সালের এসএসসির রুটিন প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। একই পাহাড়ে গণতন্ত্র বিশ্বাস করলে সকল জনগোষ্ঠীদের কথা ভাবনা ও অধিকার বাস্তবায়নের সরকারের কাজ করা বাঞ্চনীয় বলে মন্তব্য করেন বক্তারা।

এক দেশে দুই নীতি বর্তমান সময়ে বাস্তবায়ন করা হচ্ছে দাবী করে পার্বত্য চট্টগ্রাম বহু ভাষা-ভাষীর মিলন মেলায় দাবীকৃত তারিখের পরিক্ষা বাতিল করে শান্তিপূর্ণ ও সামাজিক সর্ববৃহত্ত অনুষ্ঠান পালনে ৫ দিনের সরকারি ছুটি ঘোষণা করেন মানববন্ধন কারীরা।

বক্তব্যে তারা অভিযোগ করেন, সময়ে সাথে সাথে সকল জাতির ধর্মের জনগোষ্ঠীর মানুষের উৎসবের তোয়াক্কা না করে পরীক্ষার রুটিন প্রকাশ বৈষম্যের প্রকাশের অংশ বলেও তারা জানান।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী চহ্লাপ্রু মারমার সভাপতিত্বে সাধারণ শিক্ষার্থী উক্যনু মারমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী নিলাঅং মারমা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাম্রাসাই মারমা,বাংলাদেশ ইউনিভার্সিটি শিক্ষার্থী সাচিং মারমা,এসএসসি পরীক্ষার্থী অনিন্দা চাকমা,সুনেশ চাকমা প্রমূখ।

আরও পড়ুন...