পিবিএ,খাগড়াছড়ি: পার্বত্যাঞ্চলে বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়ের বাস করে। বাংলাদেশের সর্ববৃহত্তর রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম পাহাড়ের চুড়ায় খিস্টান ধর্মাবলম্বী লুসাই ও পাংখোয়া সম্প্রদায়ে করে। জুমচাষ তাদের প্রধান পেশা ।
খাবার দাবার অন্যান্য সম্প্রদায়ের চেয়ে ভিন্ন ধরনের, ভাত ,মাছ, শাকসবজি পাশাপাশি তাদের প্রিয় খাবার কুকুরের মাংশ। লুসাই ও পাংখোয়া সম্প্রদায়ের ছেলেরা পার্শ্ববর্তী উপজেলার কবাখালী, বোয়ালখালী ,দীঘিনালা বাজার থেকে কুকুর শিকার করে নিয়ে যায়।
সাজেক ইউনিয়ন থেকে কুকুর ধরতে আসে সানা পাংখোয়া ও রিগেন পাংখোয়া পিবিএ’কে বলেন, আমাদের এলাকায় কুকুরের দাম বেশি। অনেকের কুকুরের ফার্ম আছে । তারা একটি কুকুর পনের‘শ থেকে আঠার‘শ টাকা বিক্রি করে। ১ কেজি কুকুরের মাংশ ২‘শত বিশ থেকে ২‘শত পঞ্চাশ টাকা দরে বিক্রি করা হয়। তাই আমরা বিভিন্ন বাজার থেকে কুকুর ধরে নিয়ে গিয়ে নিজেরা খাই এবং বিক্রি করে অনেক টাকা পাই।
পিবিএ/এআর/হক