ইবি শিক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আবাসিক হলে রাতে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রশাসনের এমন সিদ্ধান্ত ঘিরে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

হল সূত্রে জানা যায়, গত শনিবার প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন নম্বর প্রস্তাবে ছাত্র ও ছাত্রীদের হলে রাতে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদের ৫ টি হলে রাত ১১টার মধ্যে শিক্ষার্থী প্রবেশ বাধ্যতামূলক এবং ছাত্রীদের ৩ টি হলে মাগরিবের আজান হওয়ার ১৫ মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।

তবে প্রশাসনের এমন সিদ্ধান্তের বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান বাদ দিয়ে ক্ষুদ্র বিষয় নিয়ে পড়ে আছে। রাত ১১ টার পরে শিক্ষার্থীদের হরের বাইরে বিভিন্ন কাজ থাকতে পারে। সেক্ষেত্রে এমন সিদ্ধান্ত অযৌক্তিক। প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে হলে প্রবেশে সময়সীমা নির্ধারণ করতে ব্যাস্ত।

এদিকে প্রশাসনে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হলের কিছু শিক্ষার্থী। তারা বলেন, প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে জোরপূর্বক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আটকে রাখা সম্ভব নয় বরং এমন আদর্শ ও নৈতিক শিক্ষার সমৃদ্ধি ঘটানো দরকার যার মাধ্যমে সকলের আত্মোপলব্ধি থেকে গভীর রাতে বাইরে যাওয়া থেকে শিক্ষার্থীরা নিজেরাই বিরত থাকবে।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. এ.বি.এম. জাকির হোসেন বলেন, রাতে বাইরের লোকজন হলে আসে বলে বিভিন্ন হলের প্রভোস্ট জানিয়েছেন। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সার্বিক পরিবেশ পরিস্থিতি ভালো হলে প্রয়োজনে এই সিদ্ধান্ত বাতিল করা হবে।

আরও পড়ুন...