কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ১০৫ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন।তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। খবর রয়টার্স।

মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহজটি বিধ্বস্তের পরই আগুন ধরে যায়। উদ্ধারকারীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

রাশিয়ান সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, উড়োজ়াহাজটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিলো। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার বাকু গ্রোজনিতে যাচ্ছিল। তবে, গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয়।

তবে আজারবাইজান এয়ারলাইন্স থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাজাখ মিডিয়া জানিয়েছে, বিমানটিতে ১০৫ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন। রয়টার্স তাৎক্ষণিকভাবে সেই তথ্য নিশ্চিত করতে পারেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন...