পিবিএ, ঢাকা: নোয়াখালীর সুবর্ণচরের রুহুল আমিনের আইনজীবী আদালতকে ভুল বুঝিয়ে ও প্রতারণার মাধ্যমে জামিন পাইয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রুহুল আমীন জাতীয় নির্বাচনের সময় ধানের শীষে ভোট দেয়ার কারণে এক নারীকে মারধর ও ধর্ষণ মামলার প্রধান আসামী।
আজ শনিবার দুপুরে আদালত রুহুল আমিনের জামিন বাতিল করার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মাহবুবে আলম।
মামলার আসামি রুহুলের জামিন বাতিল করায় আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আসামি রুহুল আমিনের আইনজীবী প্রতারণার মাধ্যমে তাঁর জামিনের ব্যবস্থা করেছিলেন। আমি আগামী ২৫ মার্চ আদালতের কাছে ওই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি জানাব। বিষয়টি প্রথমে প্রধান বিচারপতির নজরে আনব। পরে প্রয়োজনে বার কাউন্সিলের নজরে আনা হবে।’
কীভাবে আদালতের সঙ্গে প্রতারণা করা হয়েছে জানাতে গিয়ে মাহবুবে আলম বলেন, ‘সুবর্ণচরের আলোচিত গণধর্ষণ মামলার আসামি মো. রুহুল আমিনের জামিনের জন্য তাঁর একজন আইনজীবী হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। তাঁর নাম আশেক-ই রসুল। তিনি আমাদের অফিসকে (অ্যাটর্নি জেনারেলের কার্যালয়) জানিয়েছিলেন, তাঁর আবেদনটি বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চে শুনানি হবে। কিন্তু তিনি আবেদনটি বিচারপতি মামনুন রহমানের বেঞ্চে শুনানি করেন এবং এই মামলার স্বীকারোক্তিমূলক জবানববন্দি ও ভিকটিমের জবানবন্দি সন্নিবেশিত না করে আদালতকে ভুল বুঝিয়ে জামিন নেন।’
‘পরে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে সংশ্লিষ্ট কোর্টের বিচারপতিদের বিষয়টি অবহিত করা হয়। তার পরিপ্রেক্ষিতে আজ সকালে তাঁরা চেম্বারে বসে এই জামিন আদেশটি রিকল করে বাতিল করেন। এর ফলে ওই আসামিকে দেওয়া পূর্বের জামিন আদেশটি বাতিল হয়ে গেল। অন্তর্বর্তীকালীন জামিন আর কার্যকর থাকল না। এখন আমরা বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দেব, আসামি যাতে জেল থেকে বের হতে না পারে’, বলেন মাহবুবে আলম।