আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে নিউজিল্যান্ড সড়কের নোয়াপাড়ার “খাগড়াছড়ি প্রেসবিটারিয়ান চার্চ” নানান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য বঙ্গমিত্র চাকমা।
এতে শান্তির বাণী ধারণ করে একে অপরের সৌহার্দ্য রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান প্রধান অতিথি। এতে বক্তারা বলেন,সকল পাপি মানুষকে ক্ষমা করে শান্তি দান যিশুর কাছে প্রার্থনা করে পাপ থেকে মুক্তি দিয়ে সর্ব অনিষ্ট থেকে রক্ষা করার প্রার্থনায় যিশু খ্রিস্টের জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন।
খাগড়াছড়ি প্রেসবিটারিয়ান চার্চের পালক অমল কান্তি চাকমার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন,পালক কিরণ চাকমা,বিজয় চাকমা,সুনীল চাকমা,নীলাপদ চাকমা এতে বক্তব্য রাখেন।
এতে যিশু খ্রিস্টের শুভ জন্মদিন (বড়দিনের) উপলক্ষে উৎসবমুখর ভাবে কেক কেটে জন্মদিনের বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে আগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে শিশুদের আনন্দ ভাগাভাগি করে বিশেষ দিনটি পালন করে। বড়দিন উদযাপনের বক্তব্যে বক্তারা, চার্চের ভবন দাবি করেন।