ফুলবাড়ীতে ১০ দিন ধরে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

প্লাবন শুভ,ফুলবাড়ী (দিনাজপুর): একে একে দশ দিন কাটলেও দিনাজপুর বাস মালিক গ্রুপ ও পার্বতীপুর বাস মালিক সমিতির দ্বন্দ্বের কোনো সুরাহ নেই। এতে বন্ধ রয়েছে দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর ও ফুলবাড়ী-পার্বতীপুর-সৈয়দপুর রুটে সরাসরি বাস চলাচল। রুটটির সহজপথ সড়ক হওয়ায় বাস চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ যাত্রী।

এদিকে সড়কটিতে বাস চলাচল না করায় বেকার হয়ে পড়েছেন বাসশ্রমিক, কুলিসহ অর্ধশত সংশ্লিষ্ট পেশাজীবী।

নিরুপায় হয়ে রংপুর, পার্বতীপুর ও সৈয়দপুরে সড়ক পথে যেতে যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিকশা কিংবা সিএনজি চালিত বাহনের ওপর নির্ভর করছেন। এতে অর্থ ও সময় দুই-ই বেশি ব্যয় হচ্ছে যাত্রী সাধারণের।

১৮ ডিসেম্বর থেকে দুই মালিক পক্ষের দ্বন্দ্বের জেরে ফুলবাড়ী থেকে রংপুর এর মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় স্ট্যান্ডে বাস রেখে বেকার হয়ে অলস সময় কাটছে ফুলবাড়ী-রংপুর সড়কে চলাচলকারী উইলি পরিবহনের চালক জনিসহ অন্য চালকদের

ফুলবাড়ী মিলু পরিবহনের সুপারভাইজার নূর আলম মন্ডল বলেন, ফুলবাড়ী-রংপুরের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা যেমন দুর্ভোগ পোহাচ্ছেন, তেমনি পরিবহণের সঙ্গে জড়িত শ্রমিকরা বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। কবে থেকে এ রুটে বাস চলাচল স্বাভাবিক হবে তারও বলা যচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী বাসষ্ট্যান্ডে সারি সারি বাস পড়ে আছে। শ্রমিকরা ষ্ট্যান্ড চত্বরে গল্পগুজব করে সময় পার করছেন। সকলের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা।

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী স্ট্যান্ড শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম মাহাবুবুল আলম বুলবুল বলেন, দুই মালিক পক্ষের দ্বন্দ্বের জেরে দশদিন ধরে ফুলবাড়ী থেকে সরাসরি রংপুর, পার্বতীপুর-সৈয়দপুর রুটে বাস চলাচল বন্ধ হয়েছে। কবে এই দ্বন্দ্বের অবসান হবে তাও বলা যাচ্ছে না। পার্বতীপুর মালিক সমিতি তাদের এলাকার ওপর দিয়ে ফুলবাড়ী থেকে রংপুরগামী বাস চলাচল বন্ধ করে দিয়ে পার্বতীপুর উপজেলার মহেশপুর থেকে রংপুর রুটে বাস চলাচল করাচ্ছেন।

পার্বতীপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জার রহমান বলেন, পুরো দিনাজপুর জেলায় দুইটি মালিক সমিতি রয়েছে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা। কিন্তু বিগত আওয়ামী লীগের শাসনামলে দিনাজপুর বাস মালিক গ্রুপ পার্বতীপুর মালিক সমিতির মাত্র একটি বাস চলাচলের সুযোগ দেয়। বর্তমানে পার্বতীপুর মালিক সমিতির আরও ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক গ্রুপকে চিঠি দিলেও সেখান থেকে কোনো উত্তর না পাওয়ায় বাধ্য হয়ে ১৮ ডিসেম্বর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে ফুলবাড়ী থেকে রংপুরের মধ্যে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দিনাজপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজ বলেন, বাস চলাচল বন্ধের বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে বাস মালিকের দুই পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা চলমান রয়েছে।

আরও পড়ুন...