মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ

freedom-fiter

পিবিএ,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাত্রিতে নিরীহ বাঙ্গালীদের উপর পাক হানাদার বাহিনীর বর্বর পৈশাচিক গণহত্যার স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ শনিবার সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সৈয়দপুরের প্রেক্ষাপটে ৭১ এর মুক্তিযুদ্ধের প্রাক্কালের নানা স্মৃতির জ্বাজল্যমান স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধারা তাদের কণ্ঠে বর্ণনা করেন কালোরাত্রীর বিভিষীকাময় পরিস্থিতির।

এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা শাখার কমান্ডার একরামুল হক সরকার। সভাপতিত্ব করেন সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি সাবের আলী প্রামানিক। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: হাবিবুর রহমান, প্রভাষক সুলতানা নাসরিন, মোখলেছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্কুল ও কলেজ পর্যায়ের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের সময়ের ইতিহাস শুনে স্বাধীনতার প্রেরণায় নতুন করে উজ্জীবিত হয়ে উঠেন।

পিবিএ/জেএইচ/হেক

আরও পড়ুন...