পিবিএ,টাঙ্গাইল:টাঙ্গাইল জেলা কারাগারে কারাবন্দিদের জন্য বৈদুত্যিক পাখা (ফ্যান) বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে টাঙ্গাইলের সাতটি লায়ন্স ক্লাবের উদ্যোগে জেলা কারাগারের জেলার আবুল বাশার ও কারাবন্দিদের হাতে এই বৈদ্যুতিক পাখা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল রিজিয়ন চেয়ারম্যান হেড কোয়াটার কামরুনাহার জহির, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল রিজিয়ন চেয়ারম্যান হেড কোয়াটার কামরুল আলম, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল রিজিয়ন চেয়ারম্যান হেড কোয়াটার আবুল কালাম মোস্তফা লাবু, পিপি লায়ন এস আকবর খান, লায়ন নাদিয়া মোস্তফা, লায়ন এডভোকেট আব্দুল করিম মিয়া, লায়ন নাজমুস সালেহিন, লায়ন কাজী বাহারুল নিপু প্রমুখ।
পরে কারাগারের কয়েকটি অংশ পরিদর্শন করেন অতিথিরা।
পিবিএ/এমআর/হক