বান্দরবানে বিদেশী অস্ত্রসহ আটক- ১

পিবিএ,বান্দরবান: বান্দরবানে বিদেশী অস্ত্রসহ লাল জিয়াম বম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম র‌্যাব-৭ । সোমবার দুপুরে রুমা উপজেলার বেথেল পাড়া এলাকা থেকে র‌্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি চায়না পিস্তল ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। লাল জিয়াম বম রুমা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেজর মাসুদের নেতৃত্বে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি টিম রুমা উপজেলার বেথেল পাড়ায় অভিযান পরিচালনা করে লাল জিয়ামকে আটক করে। তার কাছ থেকে ১টি চায়না পিস্তল ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রুমা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, অস্ত্রসহ লাল জিয়ামকে আটকের কথা স্বীকার করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...