মির্জা ফখরুল ভুয়া মুক্তিযোদ্ধা, বাবা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী : হানিফ

রাজনীতি
ফাইল ছবি

পিবিএ, ঢাকা : মির্জা ফখরুল একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তার বাবা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ছিলেন, বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন হানিফ।

মাহবুব-উল আলম হানিফ বলেন, অস্তিত্ব সঙ্কটে থাকা বিএনপি-জামায়াত অনুপ্রবেশ ঘটিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এ সময় নেতা-কর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান হানিফ। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, শনিবার দুপুরে এক গণ-অনশন কর্মসূচিতে আওয়ামী লীগের একুশের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, “ মির্জা ফখরুল সাহেব, বিভিন্ন সময় আপনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না, ধারণ করে কে? কোন লজ্জায় বলেন আপনারা।

১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে কারা ধ্বংস করেছিল? আপনার শরম লাগে বলতে?

আপনার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই দেশে বঙ্গবন্ধুকে হত্যার পর কুখ্যাত রাজাকার, আল বদর যারা কারাগারে আটক ছিলেন, দালাল আইন বাতিল করে তাদেরকে মুক্তি দিয়েছিলেন। স্বাধীনতা বিরোধী শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করেছিল কে? কুখ্যাত রাজাকার আব্দুল আলিমকে মন্ত্রী বানিয়েছিল কে?

কারা স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠা করেছিল? নিষিদ্ধ যুদ্ধাপারাধী দল জামায়েতে ইসলামীকে কারা রাজনীতিতে সুযোগ করে দিয়েছিল। কুখ্যাত রাজাকার প্রধান গোলাম আজমকে কে দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিয়েছিল। এ সবগুলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের? সেটাই বিশ্বাস করেন আপনি।”

হানিফ আরো বলেন, গণতন্ত্রের কথা বলেন কোন মুখে? ভিন্ন মত সহ্য করার কথা বলেন কোন মুখে। আজকে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আপনারা এখনও সরকারের বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ডা. নুজহাত চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...