পিবিএ ডেস্ক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শ. ম. রেজাউল করিম এমপিকে সংবর্ধনা প্রদান করেছে ঢাকাস্থ পিরোজপুর জেলা সমিতি।
আজ শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সমিতির সভাপতি সাবেক সচিব এম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, সাবেক মন্ত্রী জনাব মোস্তফা জামাল হায়দার, আইইবি এর সভাপতি এবং বাংলাদেশ আওয়মী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী অবদুস সবুর, আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, কবি পারভীন রেজা প্রমুখ।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
সমবেত নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয়।
পরে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার পক্ষ থেকে এবং বিভিন্ন সমিতি ও সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট তালুকদার জি. কবির এবং সংবর্ধনা উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী সুনির্মল মন্ডল-সহ অন্যান্যদের মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পেশায় কর্মরত পিরোজপুরের সাবেক ও বর্তমানে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পিবিএ/এএইচ