মানবিক চরিত্র গঠনে সুস্থ ধারার সঙ্গীতের গুরুত্ব অপরিসীম

পিবিএ চট্টগ্রাম: “মানবিক চরিত্র গঠনে সুস্থ ধারার সঙ্গীতের গুরুত্ব অপরিসীম” শুদ্ধ সঙ্গীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে প্রতিষ্ঠিত বাগীশ্বরী সঙ্গীতালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ১৮ মার্চ ২০১৯ সোমবার বিকাল ৪.৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে সম্পন্ন হয়।

সঙ্গীতালয়ের সভাপতি সাংস্কৃতিক কর্মী কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণী কথামালা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত, সরকারি সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. হরিশংকর জলদাস। ডা. সুপণ বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক (বিপিএম, পিপিএম-বার)।

বাগীশ্বরী সঙ্গীতালয়ের পরিচালক ও সঙ্গীত প্রশিক্ষক রিষু তালুকদারের স্বাগত বক্তব্যের মাধ্যেমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন, অনুষ্ঠানের আহ্বায়ক যীশু সেন, পলাশ দে, প্রকৌশলী সুমন সেন, লায়ন ডা. প্রণব রঞ্জন বিশ্বাস, ডা. অঞ্জন কুমার দাশ, দোলন দাশ, টিটন ধর, দীপন দাশ প্রমুখ। আলোচনাকালে বক্তারা বলেন, অন্তরাত্মার পরিশুদ্ধিতায় সুস্থ ধারার সঙ্গীত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক চরিত্র গঠনে ও অপসংস্কৃতির করাল গ্রাস হতে জাতিকে মুক্ত করতে সুস্থ সঙ্গীত চর্চা অনিন্দ্যসুন্দর ভূমিকা পালন করে। সঙ্গীতচর্চা সুখের সন্ধান দেয়। অস্থির সময়ে শান্তির পরশ পেতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত রাখতে হবে। এতে করে শিশুরা নৈতিক অবক্ষয় থেকে মুক্ত থেকে সুন্দর ভবিষ্যত রচনা করতে পারবে। বাগীশ্বরী সঙ্গীতালয় গত ১৪ বছর ধরে শুদ্ধ সঙ্গীত চর্চায় যে ভূমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। আলোচনা শেষে অতিথিরা যীশু সেন সম্পাদিত “সুরপুষ্প” শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। সাতজন বীরশ্রেষ্ঠের স্মৃতিতে উৎসর্গিত উক্ত শিক্ষনীয় অনুষ্ঠানটি ছিল সকলের কাছে গ্রহণযোগ্য।

পিবিএ/জেআই/হক

আরও পড়ুন...