পুলিশের ১৩ কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। তাদের মধ্যে পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার এবং আটজন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের এসব কর্মকর্তাদের চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন।
অবসরে যাচ্ছেন যারা
অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন এমন পাঁচজন কর্মকর্তা অবসরে যাচ্ছেন। তারা হলেন- হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কাদের জিলানী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির মো. আবুল কালাম আজাদ, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. কামরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শফিকুর রহমান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ ফরহাদ।
এদিকে এএসপি পদমর্যাদার আট কর্মকর্তা অবসরে যাবেন। তারা হলেন- সিআইডির এএসপি রেজাউল কবির খান, রংপুর মেট্রোপলিটন পুলিশের এসি মো. আমজাদ হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের এসি মো. আমিনুল ইসলাম, সিটি এসবির আবু মো. ফজলুল করিম, ডিএমপির এসি সরওয়ার হোসেন, চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি রনজিত কুমার বড়ুয়া, সিআইডির এএসপি মেহেদী হাসান রন্টু এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের এসি মো. শাহাবুদ্দিন চৌধুরী।