মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): শনিবার (১১ জানুয়ারি) অসহায় ছিন্নমূল ফুটপাতে ঘুমন্ত শীতার্ত মানুষদের শীতবস্ত্র কম্বল দিয়েছেন জয়পুরহাট ফাউন্ডেশন।
গতকাল শুক্রবার গভীর রাতে জয়পুরহাট রেলস্টেশনে এসব শীতবস্ত্র কম্বল দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, জয়পুরহাট ফাউন্ডেশনের সভাপতি মানিক হোসেন বাপ্পি, সহ -সভাপতি আরাফাত হোসেন, শামিম ইসতিয়াক জেম,যুগ্ম সাধারণ সম্পাদক আসিফউর ইসলাম সবুজ,সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাকাত,কোষাধ্যক্ষ রাকেশ মহন্তসহ সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় সংগঠনের নেতৃবৃন্দরা জানান,অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এই কার্যক্রম অব্যাহত থাকবে।