মেঘনা নদীতে ট্রলার ও স্পিডবোটের সংঘর্ষে নিহত বেড়ে ৪

মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার এবং স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। নিহত বেড়ে দাড়ালো চার জন।

শনিবার (১১ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত শুক্রবার আনুমানিক রাত ৮টায় মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন গোয়াগাছিয়া সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার এবং স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষে স্পিডবোটের তিনজন যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং একজন নিখোঁজ হয় বলে জানা যায়। খবর পাওয়া মাত্রই বিসিজি স্টেশন পাগলা হতে ৬ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌছায় এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে দুপুর ১টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে দুপুর ২টায় কোস্ট গার্ড ডুবুরি দল নিখোঁজ ব্যক্তি নাঈম (২৫) এর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, নাঈম বরইচর উপজেলার নয়কান্দি গ্রামের বাসিন্দা মোহন ভান্ডারের ছেলে। পরবর্তীতে উদ্ধারকৃত মরদেহটি গজারিয়া থানা নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আরও পড়ুন...