বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো:- মো. ইউসুফ আলী (২৪) ও মো. মনির হোসেন (২২)।
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১:৫০ ঘটিকায় গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির পেছনে টেকনিক্যাল থেকে সাভারগামী রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে দারুস সালাম থানার ছিনতাই প্রতিরোধ টিম। এ সময় তাদের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। তারা গাবতলী এলাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় পথচারীদের নিকট হতে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো। তারা ছিনতাইয়ের উদ্দেশে উক্তস্থানে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় দস্যুতার প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।