টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা এর উদ্যোগে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা ও ঢাকা উত্তর সিটি কর্পেোরেশনের উত্তরা ও তুরাগে এতিম ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) টাঙ্গাইলের মটরা গ্রাম, করটিয়া, বাসাইলে, কাকুয়া ইউনিয়ন, বিশ্বাস বেতকা, ডুবাইল, মির্জাপুর, বানাল ইউনিয়ন, কালিহাতী, ভূয়াপুর, গোপালপুর, দেলদুয়ার, নাগরপুর, ঘাটাইল, মধুপুর এবং উত্তরা ১৩নং সেক্টর, ৬নং সেক্টর, ও তুরাগের বাউনিয়াতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রতি কেন্দ্রে ৭০০ পিস কম্বল, চাদর ও শীতটুপি বিতরণ করা হয়েছে। ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে এখনও এসব শীতবস্ত্র বিতরণ চলমান আছে।

আরও পড়ুন...