মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে দুই দিনব্যাপী ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের বাস্তবায়নে বিয়াম স্কুল এন্ড কলেজে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
শিক্ষক ও সাংবাদিক আব্দুল হাইয়ের সঞ্চালনায় উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁনসহ আরও অনেকে।
মেলায় উপজেলার ২৮টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবিত ও বৈজ্ঞানিক সরঞ্জামদির প্রদর্শনীর স্টল দেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের স্টলগুলো পরিদর্শন করেন।
১৩ জানুয়ারী সোমবার বিজ্ঞান অলিম্পিয়াড মেলা, কুইজ প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মেলার সমাপ্ত করা হবে।