পিবিএ,ডেস্ক : ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সোহেল মাহমুদ বলেছেন, এ অঞ্চলের ভবিষ্যতের কথা বিবেচনা করেই তার দেশ শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, পাক সরকারের আলোচনার প্রস্তাবকে দুর্বলতা হিসেবে দেখা ঠিক হবে না বরং নিরাপদ ও আস্থাশীল জাতি গঠনের ক্ষেত্রে একে ‘গঠনমূলক চিন্তা’ হিসেবে দেখতে হবে।
গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশনে পাকিস্তান দিবস উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে সোহেল মাহমুদ এসব কথা বলেন।
এর আগে শুক্রবার তিনি এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, ভারতের সঙ্গে কাশ্মিরসহ দ্বিপক্ষীয় সব ইস্যু নিয়ে আলোচনা হওয়া দরকার। তিনি বলেন, সমস্ত উদ্বেগ দূর করতে এবং পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠায় কূটনীতি ও সংলাপের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, ভারতের আটক পাইলট অভিনন্দন বর্তমানকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান মুক্তির যে নির্দেশ দিয়েছিলেন তার মধ্যদিয়ে পরিষ্কার হয় যে, দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক দিকে পরিচালিত হচ্ছে।
পিবিএ/জেডআই